বাংলাদেশি বংশোদ্ভূত জামিলা উদ্দিনকে নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক পার্টির সাংগঠনিক পরিচালক নিযুক্ত করা হয়েছে। গত সোমবার (১২ জুলাই) নিউইয়র্ক স্টেট ডেমোক্রেটিক পার্টির নির্বাহী পরিচালক জিয়োফ বারমেন এ নিয়োগ দেন। এই প্রথম কোনো মুসলমান তরুণীকে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হলো।
জামিলার জন্ম নিউইয়র্কে। মা মাজেদা এ উদ্দিনও ডেমোক্রেটিক পার্টির সক্রিয় সংগঠক। বাবা মাফ মিসবাহ উদ্দিন খ্যাতনামা শ্রমিক ইউনিয়ন নেতা, যিনি সারা আমেরিকায় কর্মরত দক্ষিণ-এশিয়ানদের সমন্বয়ে গঠন করেছেন ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’ তথা আসাল।
২০১২ সালে বারাক ওবামার পুননির্বাচনী ক্যাম্পেইন টিমে নিউইয়র্ক অঞ্চলের ইয়ুথ টিমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ২৮ বছর বয়সী জামিলা। এরপর কংগ্রেসওম্যান কেরলিন মেলনীর ক্যাম্পেইন টিমের ফিল্ড ডাইরেক্টও ছিলেন তিনি। জন জে ক্রিমিনাল জাস্টিস স্কুল থেকে গ্র্যাজুয়েশনের পর ব্রুকলীন কলেজ থেকে আরবান প্ল্যানিংয়ে মাস্টার্স করেছেন জামিলা। তার ইচ্ছা, মার্কিন রাজনীতির পথ বেয়ে আরও শীর্ষ পর্যায়ে যাওয়া।
সূত্র- জাগো নিউজ