রাশিয়া বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেছেন ক্রোয়েশিয়ান অধিনায়ক ও মিডফিল্ডার লুকা মডরিচ। ফাইনাল ম্যাচে পরাজিত দলে থাকলেও ব্যক্তিগত সাফল্যের খাতায় একটি ট্রফি যোগ হলো মডরিচের।
দ্বিতীয় সেরা ফুটবলার হিসেবে সিলভার বলে খেতাব জিতেছেন বেলজিয়ামের অধিনায়ক ইডেন হ্যাজার্ড। আর ফ্রান্সের গ্রিজম্যান পেয়েছেন তৃতীয় সেরার খেতাব ব্রোঞ্জ বল।
মেসির মতো দশ নম্বর জার্সি পরেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ। সমর্থকরা তাকে ভালোবেসে মেসির মতোই ডাকেন ‘এলএম১০’ নামে। মেসির মতোই ২০১৮ সালের বিশ্বকাপে ছিলেন নিজ দলের অধিনায়ক। মিলটা শুধু এটুকুতে আটকে থাকলেই হয়তো খুশি হতেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
মেসির সাথে মদ্রিচের মিল বাড়তে বাড়তে গিয়ে ঠেকল ২০১৪ সালের পুনরাবৃত্তি হওয়া পর্যন্ত। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও ফাইনাল খেলেছিল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। সেবার ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা বঞ্চিত হন মেসি। তবে জিতেছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার গোল্ডেন বল।
৪ বছর পর এই একই পরিণতি হল লুকা মদ্রিচের। পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেলে নিজ দলকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু ফাইনালেই হল ছন্দপতন। ৪-২ গোলে হেরে শেষ হয়ে যায় ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্বপ্ন। তবে ঠিক মেসির মতো করেই বিশ্বকাপের গোল্ডেন বলটা জেতেন মদ্রিচ। এনিয়ে টানা পঞ্চম বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন বিশ্বকাপ না জেতা দলের কোন খেলোয়াড়।
লুকা মদ্রিচ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন। বিশ্বকাপের দ্বিতীয় সেরা খেলোয়াড় সিলভার বল জিতেছেন বিশ্বকাপ জয়ী দল ফ্রান্সের তারকা স্ট্রাইকার আন্তোনিও গ্রিজম্যান। এছাড়া তৃতীয় সেরা খেলোয়াড়ের ব্রোঞ্জ বল জিতেছেন বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের তারকা এডেন হ্যাজার্ড।