Search
Close this search box.
Search
Close this search box.

football-match-watch-in-planeপুরো বিশ্বজুড়েই এখন ওয়ার্ল্ডকাপ নিয়ে উন্মাদনা চলছে। এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোর সময়ও খেলা দেখা থেকে বিরত থাকছেন না ফুটবল প্রেমীরা।সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেইসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বিমানের ভিতরে খেলা দেখে উল্লাসে মেতে উঠছেন যাত্রীরা।

ভিডিওটি পোস্ট করেছেন এমিরাত এয়ারলাইন্সের কর্মী ল্যাদান চেরি ক্যাটেনান। সেখানে দেখা যায়, পেনাল্টি শুট আউটে ইংল্যান্ডের জয়ে আনন্দ প্রকাশ করছেন বিমানের যাত্রীরা। যখন ভিডিওটি ধারণ করা হয় তখন প্লেনটি ৪০ হাজার ফুট উঁচুতে উড়ছিলো।

chardike-ad

চ্যানেল স্পোটর্স ২৪ এর কল্যাণে বিশ্বের ১৩টি এয়ালাইন্সের যাত্রীরা প্লেনে বসেই ফুটবল ওয়ার্ল্ডকাপের ম্যাচগুলো সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।

ভিডিওটি দেখুন
https://www.facebook.com/lens.keaw/videos/10156460793445396/