পর্তুগালের রাজধানী লিসবনের ঐতিহ্যবাহী ফেস্টিভ্যাল ‘বাইরো ইন্তেন্দেন্তে’ শুরু হয়েছে। মেলায় প্রতিবছরের ন্যায় এবারও থাকছে নানা আয়োজন। লিসবনের লারগো ইন্তেন্দেন্তে পার্কে গত ৫ই জুলাই শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে ২২ই জুলাই পর্যন্ত। সপ্তাহের বৃহস্পতি, শুক্র, শনি ও রোববার এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলার তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল পর্তুগাল বসবাসরত প্রবাসী ফ্যাশন ডিজাইনার শারমিন মৌয়ের পরিচালনায় বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাকের ফ্যাশন শো। এতে মডেল হিসেবে অংশ নেন পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, ওয়ায়েস খান, রাখি ছন্দা রায়, এনামুল হক, রেজাউল বাসেত, মো. রাব্বানী প্রমুখ।
‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’ শিরোনামের গানে বাংলাদেশি শিশুশিল্পী আহনাফের পতাকা হাতে র্যাম্পের মধ্য দিয়ে ‘ফ্যাশন শো’ এর সূচনা হয়। এর আগে নৃত্য পরিবেশন করেন বাংলাদেশি নৃত্যশিল্পী সুমাইয়া ও সাবিনা।
বাংলাদেশি পোশাকে ফ্যাশন শো আয়োজনের পিছনের কারণ বলতে গিয়ে ফ্যাশন ডিজাইনার শারমিন মৌ বলেন, আমি মনে করি পৃথিবীর সব মানুষ সমান হোক। ফ্যাশন শোতে সবাই বাংলাদেশি পোশাক পরে অংশ নিয়েছে। সেখানে পৃথীবির নানা প্রান্তের মানুষ রয়েছে, কিন্তু ফ্যাশন শোতে বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাকে সবাই আমরা সমান এটি আবারও ফুটে উঠেছে। এভাবেই সংস্কৃতি বিনিময়ের মধ্য দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে আনবে।
ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন বাংলা গান পরিবেশন করেন পর্তুগালে পিএইচডি গবেষণারত বাংলাদেশি শিক্ষার্থী কে এম মোস্তফা আনোয়ার স্বপন। এছাড়াও বাংলাদেশি ফটো সাংবাদিক এনামুল হকের চিত্র প্রদর্শনী চলছে মেলায়। ফ্যাস্টিভ্যাল পর্তুগালে বাংলাদেশি অধ্যুষিত এলাকা মার্তৃম-মুনিজের পাশে হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক বাংলাদেশি এতে অংশ নিচ্ছেন।