Search
Close this search box.
Search
Close this search box.

kuwaitকুয়েতের আদান এলাকায় মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন। নিহত মহিজুল চট্টগ্রাম জেলা মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৮ নং ওর্য়াড বাংলা বাজার নুরু মিয়া কারি বাড়ির মৃত জহুরুল হকের মেঝ ছেলে।

৪ জুলাই দুপুর ২টায় নিজ কর্মস্থলে অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা তাকে স্থানীয় আদান হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

chardike-ad

নিহতের আত্মীয় নাজমুল হোসেন রাজু বলেন, তিনি দীর্ঘদিন কুয়েতে ইলেক্ট্রিসিটির কাজ করতেন। নিহতের মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে।