Search
Close this search box.
Search
Close this search box.

sonali-bendreক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে৷ নিজের অফিসিয়াল স্টেটমেন্টে নিজেই এ সংবাদ জানিয়েছেন সোনালি। হাই গ্রেডের ক্যান্সারে নাকি আক্রান্ত হয়েছেন তিনি।

নিজের অসুস্থতার খবর জানিয়ে সোনালি বেন্দ্রে বলেন, ‘আমরা খারাপ কিছু আশা করি না, তখনই জীবন তোমাকে চমক দিয়ে বসে৷ সম্প্রতি আমি হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত হয়েছি। চিকিৎসাও শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকদিন ধরে আমি শরীরে ব্যথা অনুভব করছিলাম। ডাক্তারের কাছে যেতেই চিকিৎসা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষা হওয়ার পর জানতে পারি আমি ক্যান্সারে আক্রান্ত। আমার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার পাশে যেভাবে এসে দাঁড়িয়েছেন, আমায় যেভাবে আমার সহযোগিতা করেছেন, তা আমি বলে বোঝাতে পারব না।’

chardike-ad

বেন্দ্রে আরও বলেন, ‘আমার এমনই পরিস্থিতি ছিল যা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া ছাড়া সামলানোর আর কোনো উপায় ছিল না। সেই কারণে আমার চিকিৎসকরা আমায় যা যা উপদেশ দিয়েছেন, সেটাই অনুসরণ করে যাচ্ছি। আপাতত আমার চিকিৎসা নিউইয়র্কে চলছে। আমরা খুব আশাবাদী। প্রতিটি পদক্ষেপে আমরা খুব দৃঢ়। আশা করছি যাতে জীবনের এই লড়াইয়ে জয়ী হই। এসবের মধ্যেও আমি স্ট্রং থাকতে পেরেছি। তার কারণ একটাই, সবার অবিশ্বাস্য সহযোগিতা। পরিবার ও বন্ধুদের পাশে নিয়েই লড়াইটা গ্রহণ করে নিয়েছি।’

সোনালি বেন্দ্রের অসুস্থতার খবর দ্রুতই ছড়িয়ে যায় বলিউড পাড়ায়। তার ভক্তকুল ও শোভাকাঙ্ক্ষিরা পথ চেয়ে আছেন আবারও সুস্থ হয়ে তাদের কাছে ফিরবে তাদের প্রিয় এই মানুষটি।