অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। এ ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নামছে টাইগাররা। মুশফিকুর রহিমের পরিবর্তে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন সাকিব। এ ম্যাচে বাংলাদেশের হয়ে ৮৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে পেসার আবু জায়েদ রাহির।
২০১১ সালের পর আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাকিব আল হাসান। টাইগারদের কোচ হিসেবে অভিষেক হচ্ছে স্টিভ রোডসেরও।
এই সিরিজে ১-০ ব্যবধানে হারলেও টেস্ট র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের পেছনে চলে যাবে বাংলাদেশ। তবে ড্র হলে র্যাংকিংয়ে আটেই থাকবে টাইগাররা। ২-০ ব্যবধানে জিতলেও অবস্থান পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট বেড়ে সাত নাম্বারে থাকা পাকিস্তানের অনেকটাই কাছে চলে যাবে সাকিবের দল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাশ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জয়দ, কামরুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাহি হোপ, রোস্টন চেজ, শেন ডোওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।