Search
Close this search box.
Search
Close this search box.

messi-ronaldoরাশিয়া বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার পর এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালেরও বিশ্বকাপ শেষ হয়ে গেল। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে শনিবার দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হলো পর্তুগালকে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামে উরুগুয়ে-পর্তুগাল। ম্যাচের শুরুতে মাত্র ৭ মিনিটের মাথায় সতীর্থ লুইস সুয়ারেসের অসাধারণ ক্রস থেকে বল পেয়ে বুলেট গতির হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দিলেন এদিনসন কাভানি।

chardike-ad

portigalম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে পেপের গোলে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না পর্তুগালের। ৬২ মিনিটে এদিনসন কাভানির জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গেল উরুগুয়ে। এবারের গোল অবশ্য হেড থেকে নয়, করলেন ডান পায়ের অসাধারণ শট থেকে।

শেষ মুহূর্তে বারংবার উরুগুয়ের ডি বক্সে আক্রমণ করেও আর কোনো গোলের দেখা পায়নি পর্তুগাল। ফলে ২-১ গোলের ব্যবধানে হার মেনে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হলো রোনালদোদের।

আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় সোচি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স।