
নির্ধারিত সময়ের মাত্র তিন মিনিট আগে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন এক কর্মী। সেই অপরাধে কর্মীর একমাসের বেতন কেটে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে জাপানের একটি সংস্থায়।
সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের নিয়ম অনুযায়ী, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কর্মীরা মধ্যাহ্নভোজ সারতে পারেন। কিন্তু সেই কর্মী বারংবার নির্ধারিত সময়ের তিন মিনিট আগে বেরিয়ে যেতেন। তাকে বহুবার সতর্ক করা হয়েছে। কিন্তু একই কাজ বার বার করে যেতেন তিনি।
তাই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জরিমানা করা হয়েছে। কারণ হিসেব করে দেখা গেছে, সাতমাসে ৫৫ ঘণ্টা সময় অনুপস্থিত ছিলেন সেই কর্মী।