Search
Close this search box.
Search
Close this search box.

shirak-1বড় ব্যবধানের একটি জয়ই মিলিয়ে দেবে আর্জেন্টিনার সব সমীকরণ। শেষ ষোলতে পৌঁছে যাবে মেসিরা। কিন্তু এই জয় খুব সহজ নয়। কারণ মেসিদের প্রতিপক্ষ নাইজেরিয়া। যারা চলতি রাশিয়ার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে। কিন্তু তার পরেও এই অসম্ভবকে সম্ভব করতে হবে মেসিদের।

মেসিদের এই বাঁচা-মরার লড়াইয়ে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন টার্কিশ রেফারি শুনেত সাকির। এটি সাকিরের দ্বিতীয় বিশ্বকাপ আসর। অভিজ্ঞ এই রেফারি এর আগেও বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

chardike-ad

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচে দেখা গিয়েছিল তাকে। ওই ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা। এবারো হয়তো তেমন কিছু হবে।

ফুটবল বিশ্বে ৪১ বছর বয়সী সাকির বেশ নামকরা একজন রেফারি। তিনি সাবেক তুর্কিস রেফারি কমিটির চেয়ারম্যানের ছেলে। আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও ইউরোপের ক্লাব ফুটবলে বেশ সমাদৃত তিনি।

উল্লেখ,আজ বাংলাদেশ সময় রাত ১২টায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার খেলা শুরু হবে।