ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে বল টেম্পারিং নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছিল। প্রাথমিকভাবে ৫ রান পেনাল্টি করা হয়েছিল সেদিন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার শাস্তি পেতে হচ্ছে শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে। শাস্তি হিসেব তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে তাঁকে নিষিদ্ধ করেছে আইসিসি।
শাস্তি এখানেই থেমে নেই। দ্বিতীয় টেস্টে আম্পায়ারদের দেওয়া শাস্তির বিরোধিতা করে প্রায় ২ ঘণ্টা মাঠে নামেনি শ্রীলঙ্কা। যেটিকে ‘অ-খেলোয়াড়ি সুলভ আচরণ’ বলে মনে করছে আইসিসি। সে জন্য শাস্তি পেতে পারেন লঙ্কান কোচ চন্দিকা হাতুরুসিংহে ও ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা। একই অভিযোগে অধিনায়ক দিনেশ চান্দিমালকেও শাস্তি পেতে হতে পারে। এই অভিযোগের শাস্তি হিসেবে এই তিনজনকে পরবর্তী দুই থেকে চারটি টেস্ট ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে বলে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে।
অভিযোগ উঠেছিল শ্রীলঙ্কা ম্যাচের দ্বিতীয় দিন বলের আকার পরিবর্তন করেছিল। শাস্তি হিসেবে ৫ রান পেনাল্টি করা হয়েছিল।