মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রবিবার বুসান কিমহে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পাশাপাশি বিজয় র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্রসহ নানা আয়োজনের মাধ্যমে বিজয় দিবস উৎযাপন করে কিমহে বাংলাদেশ কমিউনিটি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কিমহে বাংলাদেশ কমিউনিটির প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন। সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিদেশীদের সার্বিক সহযোগিতার সংস্থার প্রধান কিম চুনু, কিমহে বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা মণ্ডলীর সাইফুল ইসলাম সাগর, মনির হোসেন উজ্জল, বাপ্পি হোসেন।

আলোচনা সভা শেষে কিম বাংলাদেশ কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয়া হয়। কমিটির সভাপতি হিসেবে কিম জাকির নিক্সনের নাম ঘোষণা করা হয়। কমিটি’র অন্যান্যদের মধ্যে সহ সভাপতি মাজরুল ইসলাম পাপ্পু, আক্তার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক কাফিল উদ্দিন, অর্থ সম্পাদক মুরতুজা মাহমুদ, প্রচার সম্পাদক আব্দুল মোমিন, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে মাসুদ মিয়া, আরিফ হোসেন এর নাম ঘোষণা করা হয়।