ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদের পাঁচদিন আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্ত্রী-কন্যাকে নিয়ে সেখানে ঈদ করাই ছিল প্রধান উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রে বসে ঈদের দিন সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভোলেননি বিশ্বসেরা অলরাউন্ডার। ঈদের ছুটি কাটানোর ফাঁকে ‘ডিজনি ল্যান্ড’ থেকে ঘুরে আসেন সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলায়না হাসান অব্রি।
ডিজনি ল্যান্ডে তোলা একটি ছবি দিয়েই নিজের ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানান সাকিব। ছবির ক্যাপশনে লিখে দেন, ‘ঈদ মোবারক’। এছাড়া নিজের ফেসবুক পেজে ঘোরাফেরার আরও অন্যান্য ছবিও আপলোড করেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
ঈদের ছুটি শেষে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যোগ দেবেন সাকিব। আগামী ২৪ জুন তারিখে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। ধারণা করা হচ্ছে, দেশে না ফিরে সরাসরি ওয়েস্ট ইন্ডিজেই দলের সাথে যোগ দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।