Search
Close this search box.
Search
Close this search box.

ENG VS Tnuসোমবার (১৮ জুন) সর্বশেষ ম্যাচে ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই গোল হজম করে তিউনিশিয়া। এর কিছুক্ষণ পর ম্যাচের ৩৪ মিনিটে বেন ইউসুফকে নিজেদের বক্সে ইংল্যান্ড ফুটবলার কাইলে ওয়াকার ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর সেখান থেকে গোল করে সমতায় ফেরে তিউনিশিয়া।

বিরতির পর দুই দলই জোর চেষ্টা চালায় গোল করার। তবে শেষ মুহূর্তে গোল করে ম্যাচের মোর ঘুরিয়ে দেয় ইংল্যান্ড। যোগ করা সময়ে গোল দিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করে হ্যারি কেন। অতিরিক্ত সময়ে জোড়া গোল পূর্ণ করে তিউনিশিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে নিজ দলকে আনন্দে ভাসান এই ইংলিশ অধিনায়ক।

chardike-ad

ইংল্যান্ড একাদশ:
জর্ডান পিকফোর্ড, কাইলে ওয়াকার, জন স্টোন্স, হ্যারি মাগিরে, জেসে লিংগার্ড, জর্ডান হেন্ডারসন, হ্যারি কেন, রহিম স্টারলিং, কিয়েরান ট্রিপ্পিয়ার, অ্যাশলি ইয়ং, ডেলে আলি।

তিউনিসিয়া একাদশ:
মোয়েজ হাসেন, সিয়াম বেন ইউসেফ, ইয়াসিনে মেরিয়াহ, ফাখরেদ্দিন বেন ইউসেফ, আনিস বাদ্রি, ওয়াহবি খাজরি, দাইলান ব্রন, আলি মালুল, ফেরজানি সাসি, ইলিয়াস সিকিরি, নিয়াম স্লিতি।