Search
Close this search box.
Search
Close this search box.
South-Korea-team
দক্ষিণ কোরিয়া ফুটবল দল

বিশ্বকাপের নিয়মিত মুখ দক্ষিণ কোরিয়া। ১৯৮৬ সাল থেকে প্রত্যেক আসরেই খেলছে এশিয়ার দেশটি। তবে বিশ্ব মঞ্চে খুব বেশি দূর এগিয়ে যেতে পারছে না তারা। ২০০২ সালে ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনাল খেলা এখন পর্যন্ত তাদের সেরা সাফল্য। রাশিয়ার আসরেও তেমনই কিছু করার স্বপ্ন দক্ষিণ কোরিয়ার।

যদিও স্বপ্নটা পূরণ করা তাদের জন্য ভীষণ কঠিন। কারণ গ্রুপ পর্বেই দিতে হবে কঠিন পরীক্ষা। ‘এফ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। তাদের সঙ্গে মুখোমুখি হতে হবে কনকাকাফ অঞ্চলের শক্তি মেক্সিকোর। রয়েছে সুইডেন, যারা ইতালিকে বিদায় করে দিয়ে জায়গা করে নিয়েছে ২০১৮ সালের আসরে।

chardike-ad

চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: কিম সিয়াং-গিউ, কিম জিন-হিয়ন, চো হুন-উ;

ডিফেন্ডার: কিম ইয়ং-গউন, জাং হিউন-সু, জুং সিয়াং-হিয়ন, ইয়ান অং-সান, ওহ বান-সুক, কিম মিন-উ, পার্ক জু-হো, হং চুল, গো ইয়ো-হান, লি অং;

মিডফিল্ডার: কি সাং-ইয়েং, জুং উ-ইয়ং, জু সি-জং, কু চিয়ল, লি জায়ে-সাং, লি সিয়াং-উ, মুন সিয়ন-মিন;

ফরোয়ার্ড: কিম শিন-উক, সন হিয়াং-মিন, হাওয়াং হি-চ্যান।

 বিশ্বকাপ সূচি:

সুইডেনের বিপক্ষে ম্যাচ গিয়ে বিশ্বকাপ শুরু হবে দক্ষিণ কোরিয়ার। ১৮ জুনের ওই ম্যাচের চার দিন পর নামবে মেক্সিকোর বিপক্ষে। আর ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে জার্মানির।

১৮ জুন: সুইডেন

২৩ জুন: মেক্সিকো

২৭ জুন: জার্মানি