Search
Close this search box.
Search
Close this search box.

brazil-houseব্রাজিলের ফ্যান কার্ড নিয়ে নেইমার-কুতিনহো-জেসুসদের খেলা দেখতে রাশিয়ায় যাচ্ছেন নারায়ণগঞ্জের ফতুল্লার বহুল আলোচিত ‘ব্রাজিল বাড়ি’র মালিক জয়নাল আবেদীন টুটুল।

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচটি দেখতে আজ বুধবার (১৩ জুন) রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। খেলা দেখে আগামী ১৯ তারিখ দেশে ফিরবেন টুটুল। ফিরে আসার পর ২২ তারিখে টুটুলের বাড়িতে যাবেন বাংলাদেশে অবস্থানরত ব্রাজিলের প্রতিনিধি দল।

chardike-ad

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকায় জয়নাল আবেদীন টুটুলের মালিকানাধীন বাড়িটি দেশজুড়ে ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ৭ তলা বাড়িটির পুরোটাই সুশোভিত হয়েছে ব্রাজিলের পতাকার রঙে। বাড়ির ছাদে উড়ছে বড় বড় পতাকা। বাড়ির প্রধান ফটকে লেখা রয়েছে ‘ব্রাজিল-বাড়ি’।

বাড়ির ভেতরটাও ব্রাজিলের পতাকার রঙে রাঙানো। ড্রইং রুমে রয়েছে ব্রাজিলের বিভিন্ন তৈজসপত্র ও স্যুভেনির। ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড়দের পোস্টার টাঙানো বাড়ির দেয়ালজুড়ে। রয়েছে ব্রাজিলের পতাকার বাঁধাই করা ফটোফ্রেমও।

tutulনোয়াখালীর ছেলে টুটুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ফুটবল খেলার প্রতি ভালোবাসা এবং ব্রাজিল দলের প্রতি একনিষ্ঠ সমর্থন থেকেই নিজের বাড়ির নাম রেখেছেন ব্রাজিল বাড়ি।

ব্রাজিল বাড়ির মালিক জয়নাল আবেদীন টুটুল বলেন, ফুটবল খেলার প্রতি যেমন ভালোলাগা রয়েছে তেমনি ব্রাজিল দলের প্রতি ভালোবাসা রয়েছে। সেই প্রিয়দলের বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাশিয়ায় যেতে পারছি বলে অনেক অনেক আনন্দিত।

তিনি জানান, প্রিয়দল ব্রাজিলের খেলা দেখার জন্য রাশিয়ায় যাওয়ার ইচ্ছাপোষণ করলে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন ব্রাজিলের রাষ্ট্রদূত। আজ রাশিয়ায় যাওয়ার বিমানের টিকিট হাতে পেয়ে খুশিতে মনটা নেচে উঠলো। বুধবার সকালে বাংলাদেশ ত্যাগ করবো। ব্রাজিলের খেলা দেখে আগামী ১৯ জুন দেশে ফিরবো।

রাশিয়া বিশ্বকাপে নিজের পছন্দের দল ব্রাজিলের খেলা দেখার সৌভাগ্য হওয়ায় আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করেন ব্রাজিলভক্ত টুটুল।