২০১৮ সালে স্যামসাং গ্যালাক্সি এ লাইন আপের স্মার্টফোন গ্যালাক্সি নাইন স্টার মডেল বাজারে ছেড়েছে স্যামসাং। এইটি স্যামসাং গ্যালাক্সি সিরিজে মিডরেঞ্জের ফোন। ফোনটি দুইটি ভার্সন পাওয়া যাবে। চীনের বাজারে আগামি ১৫ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।
গ্যালাক্সি এ নাইন স্টার ফোনটিতে আছে ৬ দশমিক ৩ ইঞ্চির সুপার অ্যামোলিড ফুল এইচডি প্লাস ডিসপ্লে। দুটি ফোনেই চলবে লেটেস্ট অ্যানড্রয়েড অরিও। ফোনটি পরিচালনার জন্য আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। ৪ জিবি র্যামের ফোনটিতে ৬৪ জিবি রম রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়য়া যাবে।
ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে। এই ক্যামেরায় আছে একটি ২৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এর সঙ্গেই থাকবে ১৬ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। ফোনের সামনে থাকছে একটি ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩ হাজার ৭শত মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
ফোনটির দাম পড়বে ২৯৯৯ ইয়েন। আর ফোনটির লাইট ভার্সনের দাম ১৯৯৯ ইয়েন।