Search
Close this search box.
Search
Close this search box.

kim-body-guard2যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের কথা ভাবছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপের সমাজতান্ত্রিক দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমন ইঙ্গিতই দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক সম্মেলনের একদিন আগে দেশ দুটির মধ্যে নতুন সম্পর্কের এমন আভাস এলো। আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে তাদের এই বৈঠক হতে যাচ্ছে। ইতোমধ্যে রোববার সন্ধ্যায় সিঙ্গাপুর পৌঁছেছেন দুই নেতা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে গত কয়েক দশক ধরে উত্তর কোরিয়ার সম্পর্ক বেশ বৈরি। দেশ দুটির মধ্যে নতুন সম্পর্কের ইঙ্গিত সেই বৈরি সম্পর্ক উন্নয়নেরই পূর্বাভাস। সিঙ্গাপুর পৌঁছে ট্রাম্প এই টুইটার বার্তায় জানান, সিঙ্গাপুরে পৌঁছতে পেরে খুব ভালো লাগছে। চারদিকে উদ্দীপনা কাজ করছে।

chardike-ad

ট্রাম্প জানান, বহুলপ্রত্যাশিত এই সম্মেলন নিয়ে তিনি খুব ভালো অনুভব করছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মধ্যে দিয়ে একটি পথ সৃষ্টি হবে, যা অবশেষে পরমাণু অস্ত্রমুক্ত উত্তর কোরিয়ার জন্ম দেবে।

তথ্য: বিবিসি