Search
Close this search box.
Search
Close this search box.

galaxy-s9-s9-plusচলতি বছরের এপ্রিল মাসে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস। কাউন্টারপয়েন্ট রিসার্চের রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। অ্যাপলের সবগুলো মডেলকে টেক্কা দিয়েছে গ্যালাক্সি সিরিজের এ দুটি ফোন।

পুরো এপ্রিল জুড়ে বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস৯ বিক্রি হয়েছে ২ দশমিক ৬ শতাংশ, এস৯ প্লাসও বিক্রি হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। তারপরে আছে অ্যাপল আইফোন ১০ আর ৮ প্লাস, দুটোই ২ দশমিক ৩ শতাংশ করে বাজারের ধরে রেখেছে। এরপর আছে আইফোন ৮, যা ২ দশমিক ২ শতাংশ বাজার ধরে রেখেছে।

chardike-ad

galaxy-s9-counterpoint-researchমজার বিষয় হচ্ছে, স্যামসাং ও অ্যাপল দুটোরই পুরাতন ফ্ল্যাগশিপগুলোর বিক্রি এখন‌ো প্রথম ১০টি মডেলের মধ্যে রয়েছে। এর মূল কারণ, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশে পুরাতন মডেলগুলোর চাহিদা দিন দিনই বাড়ছে।

এছাড়া, তালিকার প্রথম ১০টি ফোনের মধ্যে শাওমির দুটি সাশ্রয়ী মডেলও আছে। এ থেকেই বোঝা যাচ্ছে, মাঝারি মূল্যের নয় বরং ব্যবহারকারীদের পছন্দ ফ্ল্যাগশিপ অথবা স্বল্পমূল্যের ফোন। তবে অ্যাপলের বিক্রি বছরের মধ্যভাগে কমে যাওয়াটা স্বাভাবিক, কারণ এ সময়টায় সবাই নতুন মডেলের আশায় ফোন কেনার পরিকল্পনা পিছিয়ে দেন।