১৬ ডিসেম্বর ২০১৩, সিউল:
আজ ১৬ ডিসেম্বর।
মহান বিজয় দিবস।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আনন্দের দিন। এদিন বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি সার্বভৌম দেশ, বাংলাদেশ। যারা বুকের তাজা রক্ত দিয়ে এ বিজয় ছিনিয়ে এনেছেন আজ সেসব শহীদকে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে দেশবিদেশের সকল বাংলাদেশী।
বাংলার দামাল মুক্তিযোদ্ধা আর মুক্তিপাগল মানুষের প্রবল প্রতিরোধ আর লড়াইয়ের মুখোমুখি হয়ে বাংলাদেশ থেকে পরাজিত হয়ে এ দিনে আত্মসমর্পণ করেছিলো পাকিস্তানি হানাদার বাহিনী।
আজ মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশ বিদেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশীরা দিনটি উৎযাপন করছে। দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এবার সাধারণ মানুষ মহা উৎসবের এই দিনটি উৎযাপন করবে।
দক্ষিণ কোরিয়ায়ও বাংলাদেশীরা এই দিনটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উৎযাপন করছে। বাংলাদেশ দূতাবাস বিজয় দিবস উপলক্ষ্যে আজ এক আলোচনার সভার আয়োজন করেছে। গতকাল বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া সিউলে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উৎযাপন করেছে।