ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুটিতে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ হারার দিনে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তি পেয়েছেন বাংলাদেশি এ পেসার। তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
মঙ্গলবার দেরাদুনে বাংলাদেশর দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে দ্বিতীয় টি২০ ম্যাচে ব্যাট করতে নামে আফগানরা। পেসার রুবেল ইনিংসের ১১তম ওভারে সামিউল্লাহ সেনওয়ারির বিপক্ষে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন করেন। তাতে আম্পায়ার সাড়া না দিলে মাথা ঝাঁকিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন রুবেল। ওই ঘটনার জন্য শাস্তি পেলেন ২৮ বছরের ডানহাতি পেসার।
ম্যাচ শেষে আম্পায়ারের আনা আভিযোগ স্বীকার করে নেন রুবেল হোসেন। মেনে নেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি। তাই আর আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।