ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এখন হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে টাইগারবাহিনী। এমন করুণ অবস্থাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না টাইগার ভক্তরা। মেনে নিতে পারেননি বিবিসি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নাজমুল হাসান পাপনও।
বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে চরম হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, আমরা যে দল (বাংলাদেশ) চিনি সেই দলের মতো এটা না। এই দলকে কোনোভাবেই বাংলাদেশ দল মনে হচ্ছে না।
নাজমুল হাসান পাপন টাইগার অধিনায়ক সাবিককে নিয়ে কড়া সমালোচনা না করলেও ছাড় দেননি টাইগারভক্তরা।
দলের এমন দুর্দশার জন্য পরোক্ষভাবে সাকিবকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তারা। সেই সুরই যেন ফুটে উঠল ক্রিকেট রসিক ফারহান সাহেবের ফেসবুক পেজে।
অংকুর মাহমুদ ফিচারিং আরমান আলিফের গান ‘অপরাধী’ এর ছন্দে ছন্দে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে নিয়ে প্যারোডি গান প্রকাশ করেছেন ফারহান। ব্যঙ্গ রসাত্মক গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।