Search
Close this search box.
Search
Close this search box.

matiesপরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়া ‘প্রমাণযোগ্য ও অপরিবর্তনীয়’ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এ কথা বলেছেন।

ম্যাটিস এমন সময় এ মন্তব্য করলেন যখন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার বৈঠকের আর মাত্র ১০ দিন বাকি।

chardike-ad

দুই শীর্ষ নেতার বৈঠক প্রসঙ্গে শাংরি লি সম্মেলনে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষামন্ত্রীকে পাশে রেখে ম্যাটিস বলেছেন, ‘ আমরা হয়তো সর্বোচ্চ আলোচনার একটি অসমতল পথ আশা করতে পারি।’

তিনি বলেন, ‘আমাদেরকে অবশ্যই শক্তিশালী সহযোগিতামূলক প্রতিরক্ষা অবস্থান নিতে হবে যাতে, এই জটিল সময়ে আমাদের কূটনীতিকরা শক্ত অবস্থানে থেকে আলোচনা চালিয়ে যেতে পারে।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে এবং উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যতগুলো প্রস্তাব রয়েছে তার সবগুলোর প্রয়োগ আমাদের করতে হবে। উত্তর কোরিয়া কেবল তখনই মুক্তি পাবে যখন তারা পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে ‘প্রমাণযোগ্য ও অপরিবর্তনীয়’ পদক্ষেপ নেবে।’