ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারাফ গালিব লুকমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এখন তার দেশের ক্ষেপণাস্ত্র থেকে মোটেই নিরাপদ নয়।
শুক্রবার এক বিবৃতিতে বলেন, আবুধাবি এখন ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবাহ এ খবর দিয়েছে।
জেনারেল লুকমান তার এ হুশিয়ারিকে গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য আবুধাবিতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ বন্দরে আমিরাতের সেনারা যে সংঘাত বাড়িয়ে তুলেছে তার কড়া জবাব দেবে ইয়েমেনের সেনারা।
তিনি জানান, হুথি যোদ্ধারা ও সেনাবাহিনী হুদাইদাহ বন্দর এলাকার বেশির ভাগ জায়গা পুনরুদ্ধার করেছে। জেনারেল লুকমান সতর্ক করে বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সেনাদের জন্য হুদাইদাহ কবরস্থানে পরিণত হবে।
এছাড়া সা’দা প্রদেশে সৌদি সেনারা অগ্রযাত্রা অব্যাহত রেখেছে বলে যে খবর বেরিয়েছে তাকে মিথ্যা বলে অভিহিত করেন ইয়েমেনের এ সেনা মুখপাত্র।