যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ওই চিঠি হোয়াইট হাউস পরিদর্শনকালে ট্রাম্পের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তার।
আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে সম্মেলনে মিলিত হওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প চাইছেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ করে দিক। তবে উত্তর কোরিয়া সেটি নিশ্চিত করার আগে কয়েক দফা সরাসরি আলোচনা করতে চাইছে।
ট্রাম্প বলেন, ‘আমি চাই এটি এক বৈঠকেই ফয়সালা হয়ে যাক। তবে চুক্তি সব সময় এভাবে হয় না। খুবই সম্ভাবনা আছে যে, এটি এক, দুই কিংবা তিনটি বৈঠকে সম্পন্ন হবে না। তবে এটি অবশ্যই এক সময় হবে।’
শুক্রবার হোয়াইট হাউসে কিমের চিঠি নিয়ে যাওয়া উত্তর কোরিয়ার কর্মকর্তা হলেন কিম ইয়ং চুল। তিনি কিম জং উনের কাছের সহযোগী ও আস্থাভাজন।
তথ্য: রয়টার্স