Search
Close this search box.
Search
Close this search box.

malaysiaমালয়েশিয়ায় নতুন করে আবারও শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়। শুক্রবার (১ জুন) একদিনেই বাংলাদেশিসহ ১৭০ জনকে আটক করা হয়েছে।

দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৩০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই শেষে তাদেরকে আটক করা হয়। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)।

chardike-ad

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলীর নেতত্বে পরিচালিত অভিযানে নব গঠিত মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন উপস্থিত ছিলেন ৷ এটিই কোনো অবৈধ অভিবাসী বিরোধী অভিযান যেখানে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আটক অভিবাসীরা বিভিন্ন আইন ভঙ করেছে, যেমন- বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা।’

দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অবৈধ অভিবাসন সমস্যা মোকাবেলার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি।