Search
Close this search box.
Search
Close this search box.

jidan zidanরিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল কোচ হিসেবে আখ্যায়িত করা হয় জিনেদিন জিদানকে। বার্সেলোনার সঙ্গে লড়াই করার মতো রিয়ালে একটা দল তৈরি করেন জিদান। তার অধীনে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে টানা তিনটি শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।

রিয়ালকে একের পর এক সফলতা এনে দেয়া এই কোচ হঠাৎ করেই ঘোষণা দেন মাদ্রিদ ছাড়ার।

chardike-ad

বৃহস্পতিবার জিনেদিন জিদানের অনুরোধে হঠাৎ করেই সংবাদ সম্মেলনের আয়োজন করে রিয়াল মাদ্রিদ। সংবাদ সম্মেলনে জিদান বলেন, আমার কাছে মনে হয় রিয়াল ছাড়ার এটাই সেরা সময়। জয়ের ধারায় থেকে বিদায় নেয়াটা উপযুক্ত মুহূর্ত।

জিদানের উত্তরসূরি হিসেবে কে হবেন রিয়াল মাদ্রিরে কোচ সেটাই জানার অপেক্ষায় মাদ্রিদ সমর্থকরা। নতুন কোচের তালিকায় কয়েকজনের নাম থাকলেও চূড়ান্ত হওয়ার আগে কিছুই বলতে নারাজ মাদ্রিদের ক্লাবটি।