Search
Close this search box.
Search
Close this search box.

malaysiaমালয়েশিয়ায় এক বিদেশিকর্মীকে মাথায় আঘাত করার অপরাধে অভিবাসন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, দেশটিতে অবস্থানরত অবৈধ বিদেশিদের নিজ দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া ‘থ্রি প্লাস ওয়ান’ এর আওতায় এক বিদেশির আঙ্গুলের ছাপ নেয়ার সময় এক অভিবাসন কর্মকর্তা তাকে আঘাত করছেন-এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিদেশিকে আঘাত করার এ ঘটনাকে অপ্রীতিকর আখ্যা দিয়ে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন অভিবাসন বিভাগের পরিচালক দাতুক সেরী মুস্তাফার আলী। বুধবার (৩০ মে) জোহর বারু অভিবাসন দফতরে সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, ‘সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর অবিলম্বে অফিসারকে বরখাস্ত করা হয়েছে।’

chardike-ad

দাতুক সেরী আরও বলেন, ‘তার (অভিবাসন কর্মকর্তা) কর্মের ফলে ডিপার্টমেন্টের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি স্পষ্ট যে, এটি সরকারি সেবানীতির পরিপন্থী। আমরা এই ধরনের জঘন্য কর্মে কারও সাথে আপোষ করব না।

কোন কোন ক্ষেত্রে কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে, সে বিষয়েও বিস্তারিত কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অভিবাসন অফিসার এক বিদেশির মাথায় আঘাত করছেন এবং স্ক্যানারের ওপর হাত চাপিয়ে জোরে জোরে চাপ দিচ্ছেন। তবে কোন অফিসার এই আচরণ করেছে, তা এখনও জানা যায়নি। ঘটনার শিকার বিদেশি কোন দেশের নাগরিক, তা-ও নিশ্চত করেনি অভিবাসন কর্তৃপক্ষ।