Search
Close this search box.
Search
Close this search box.

japan merit unitমার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার বিরোধ দীর্ঘদিনের। তবে এতে জাপানও পিছিয়ে নেই। তাদের সঙ্গেও উত্তর কোরিয়ার বিরোধ রয়েছে। তবে সে বিরোধের বরফ গলার সম্ভাবনা দেখা দিয়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনার বিষয়টি বিবেচনা করছে জাপান। আগস্ট মাসে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হতে পারে বলে বুধবার স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা এই খবরের সত্যতা নিশ্চিত করেননি। তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমরা সংবাদ মাধ্যমের খবরটি সম্পর্কে অবগত আছি। তবে এমন কিছুই এখনও চূড়ান্ত হয়নি।

chardike-ad

আগস্ট মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরাম এর ফাঁকে দুদেশের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠকটি হতে পারে বলে জানিয়েছে জাপানের একটি পত্রিকা।