Search
Close this search box.
Search
Close this search box.

fifa-world-cup-2018cupফিফা বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে বাংলাদেশ থেকে রাশিয়ায় যাওয়া ফুটবলপ্রেমীদের জরুরি সেবা দিতে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সেবাটি চালু করেছে রাশিয়ান সমাজ কল্যাণ সংস্থা ‘দব্রি মির’।

খেলা বা রাশিয়া সংক্রান্ত যেকোন তথ্যের জন্য সংস্থাটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট (www.dobrimir.org) ভিজিট করতে পারেন। এসব সেবা বিনামূল্যে দেয়া হবে বলে জানিয়েছেন সংস্থার বোর্ড চেয়ারম্যান মামুনুল হক।

chardike-ad

হেল্প ডেস্কে থেকে রাশিয়ায় আগত বাংলাদেশিরা কেমন সুবিধা পাবে- জানতে চাইলে মামুনুল হক বলেন, হেল্প ডেস্কে সরাসরি ফ্রি কল করা যাবে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে। সংস্থার স্বেচ্ছাসেবকরা এসব কাজ করবে বিনামূল্যে। ওয়েবসাইটে রাশিয়ার নানা চিত্র, রাশিয়ানদের জীবনযাপন, স্টেডিয়াম ও খেলা সংক্রান্ত সকল বিষয় তুলে ধরা হবে।

অর্থসূচক এর সৌজন্যে