Search
Close this search box.
Search
Close this search box.

south-koreaজয় দিয়েই রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া। প্রীতি ম্যাচে উত্তর আমেরিকার দেশ হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে শিন তায়-ইয়ংয়ের দল।

দক্ষিণ কোরিয়ার ঘরের মাঠ দায়গু স্টেডিয়ামে খেলা শুরুর হওয়ার পরেই চলতে থাকে আক্রমণ পাল্টা-আক্রমণ। তবে গোলশূন্যই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে খেলার ধাঁচ পাল্টে আক্রমনে নামে দক্ষিণ কোরিয়া। যার ফলাফল আসে ৬০ মিনিটের মাথায়। ২৫ গজ দূর থেকে দারুণ এক শটে গোল করে বসেন কোরিয়ার সন হিউং-মিন। এর ঠিক ১২ মিনিট পর বলদি হিসেবে নামা মুন সেয়ন-মিনের ঠাণ্ডা মাথার গোলে জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।

chardike-ad

তবে প্রথম অর্ধের শুরুর তিন মিনিটের মাথায়ই এগিয়ে জেতে পারত দক্ষিণ কোরিয়া। সহজ সুযোগ মিস করেন লি সুয়েং-ও। খেলায় দু’দল আরও আক্রমণ চালালেও ওই দু’গোলের ব্যবধানেই শেষ হয় ম্যাচ। পুরো ম্যাচে দক্ষিণ কোরিয়া নিজেরদের পায়ে ৬৪ ভাগ বল রাখলেও ম্যাচে দু’দলই গোলে প্রায় সমান সংখ্যাক শট নিয়েছে।