ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার জেলার দুটি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফৌজাদারি মামলাও করেছে পুলিশ।
কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কিছু ব্যক্তি পুনে শহরের যাবত ও বদগাঁও নিবলকার গ্রামে বসবাস করছেন- এমন তথ্য পেয়ে পুনের সন্ত্রাসবিরোধী পুলিশের বিশেষ স্কোয়াড স্থানীয় থানা পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ।