Search
Close this search box.
Search
Close this search box.

watsonপর্দা নেমেছে এবারের আইপিএলের। ১১তম এই আসরে চমক দিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচ পাতানোর অপরাধে দুই বছর নিষিদ্ধ থাকার পর এবার ফিরেই শিরোপা ঘরে তুলেছে চেন্নাই। আর আইপিএল বেছে নিয়েছে ১১তম আসরের সেরা খেলোয়ারদের।

সুপার স্টাইকার অব দ্যা সিজন:  এবার সুপার স্টাইকার অব দ্যা সিজন নির্বাচিত হয়েছেন সুনীল নারাইন। কমপক্ষে ৭ ম্যাচ খেলেছে এবং ৪২ বলের মুখোমুখি হয়েছে এমন প্লেয়ারদের বাছাই করা হয়েছে এক্ষেত্রে। নারাইন ১৫ ম্যাচে ৩৩১ রান করেছেন। তার স্টাইক রেট ১৮৯.১৪। এছাড়া ৩৪টি চারের পাশাপাশি ২২টি ছয় হাঁকিয়েছেন তিনি। নিয়েছেন ১৬ উইকেট।

chardike-ad

এমার্জিং প্লেয়ার অব দা টুর্নাামেন্ট: এমার্জিং প্লেয়ার অব দা টুর্নাামেন্ট বা এবারের আসরের উদীয়মান তারকার পুরষ্কার জিতেছেন রিশভ পান্ট। ১৪ ম্যাচে তিনি করেছেন ৬৮৪ রান। এছাড়া ভারতের এই ২১ বলরের তরুণ মাত্র ৩২ বলে সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন।

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্যাচ অব দ্যা টুর্নামেন্ট: ট্রেন্ট বোল্ট (বিরাট কোহলির ক্যাচ ধরার জন্য)

স্টাইলিস প্লেয়ার অব দ্যা সিজন: রিশভ পান্ট।

ইনোভেশন থিংকিং: সেরা উদ্ভাবনী চিন্তার খেলোয়ার হয়েছেন ধোনী।

পার্পল ক্যাপ: আন্ড্রু টাই।

অরেঞ্জ ক্যাপ: কেন উইলিয়ামসন।

মোস্ট ভেলুয়্যাবল প্লেয়ার: সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়ারের স্বীকৃতি পেয়েছেন সুনীল নারাইন।