Search
Close this search box.
Search
Close this search box.

un missionমধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির ইয়ালোক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

chardike-ad

নিহতরা হলেন-সৈনিক আরজান হাওলাদার (৩৪ ই বেঙ্গল, ফরিদপুর) ও সৈনিক (টিএ) মো. রিপুল মিয়া (৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারি, রংপুর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর ওই সদস্যরা সামরিক ও অসামরিক যানবাহনের একটি বহরের নিরাপত্তায় দায়িত্ব পালন করছিলেন। এসময় কাঠ বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

আহত সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লাহ (৩৪ ই বেঙ্গল, ফরিদপুর) ও সৈনিক মো. মজাহিদুল ইসলামকে (৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি, নওগাঁ) উন্নত চিকিৎসার জন্য মধ্য অফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে স্থানান্তর করা হয়েছে।