টেকনাফ সীমান্তের আরো একজন শীর্ষ ইয়াবা কারবারি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এই ইয়াবা কারবারি হচ্ছেন টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক (৪৬)। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক পৌর সভাপতি ছিলেন। নিহত একরামুল হক তিনবার পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। শনিবার মধ্যরাতের পর র্যাব সদস্যদের সঙ্গে কাউন্সিলর একরামুল হক এক বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হন।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার বড়ুয়া জানান, সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া এলাকায় নিহত একরামুল হকের লাশ পড়েছিল। সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয় এবং ৫টি রিভলবালের গুলি, একটি এলজি এবং ৫০০/৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওসি নিশ্চিত করেছেন যে, র্যাব সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় ইয়াবা কারবারি একরামুল হক নিহত হন।
প্রসঙ্গত, দেশব্যাপী চলমান মাদক ও ইয়াবা বিরোধী অভিযানে কক্সবাজার জেলায় ৬ জন বন্দুকযুদ্ধে নিহত হলেন। কালের কণ্ঠ