Search
Close this search box.
Search
Close this search box.

trump-kimউত্তর কোরিয়া আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিয়েছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী চো সন-হুই আজ (বৃহস্পতিবার) বলেছেন, আমেরিকা বেআইনি ও ভয়ানক তৎপরতা অব্যাহত রাখলে আলোচনা বাতিল করা হবে। আলোচনায় বসার জন্য উত্তর কোরিয়া আমেরিকার কাছে অনুনয়-বিনয় করবে না বলে তিনি ঘোষণা করেন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক হবে কি হবে না তা এখন আমেরিকার সিদ্ধান্ত ও আচরণের ওপর নির্ভর করছে।

chardike-ad

উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চো সন-হুই মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, পেন্স নির্বোধের মতো বক্তব্য রেখেছেন। পেন্স সম্প্রতি বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের মার্কিন দাবি মেনে না নিলে দেশটিকে লিবিয়ার মতো পরিণতি ভোগ করতে হতে পারে।

২০০৪ সালে লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফি আমেরিকার সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনা শুরু করে। কিন্তু এর ছয় বছর পর আমেরিকা গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়ায় সমর্থন দেয় এবং বিদ্রোহীদের হাতে গাদ্দাফি নিহত হন।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সোউজণ্যে- পার্সটুডে