শেষ পর্যন্ত গ্যালাক্সি এস৮ এর স্বল্পমূল্যের সংস্করণ বাজারে আসছে। নতুন নাম হচ্ছে ‘গ্যালাক্সি এস লাইট লাক্সারি’। এক ইভেন্টে ফোনটি চীনের বাজারে উন্মোচন করবে স্যামসাং।
ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট স্টোরেজ। ১৬ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলর সেলফি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম, আর ৩০০০ এমএএইচ ব্যাটারিতে চলবে ফোনটি।
ডিজাইনে ফোনটি গ্যালাক্সি এস৮ এর মত, তবে বডি পুরোটা গ্লাস নাও হতে পারে। ইউএসবি টাইপ সি পোর্টের বদলে থাকতে পারে মাইক্রোইউসএবি পোর্ট। মূল্য নিয়ে কিছু জানা যায়নি। চীনের বাইরে ফোনটি পাওয়া যাবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।
গ্যালাক্সি এস৮ এর জনপ্রিয়তা আজও কমেনি। বিশেষ করে মূল্য কমে যাওয়ার পর বিক্রি আরও বেড়েছে। সেখানে নতুন করে তার লাইট সংস্করণ কতটুকু বাজার ধরতে পারবে সেটিই দেখার থাকবে।