Search
Close this search box.
Search
Close this search box.

us-banglaশনিবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক দফা চেষ্টা করেও ইউএস-বাংলার বিমান উড্ডয়ন করতে পারেনি। পরে ত্রুটি সারিয়ে বেলা ১১টার ফ্লাইট ২টা ৪০ মিনিটে যাত্রীদের নিয়ে ঢাকায় রওনা হয়।

ইউএস-বাংলার যাত্রী সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ জানান, বেলা ১১টার আগে যাত্রীরা নিজ আসনে বসে পড়েন। বিমান ক্রুর নির্দেশনায় আমরা সিট বেল্ট বাঁধি। রানওয়েতে চলমান অবস্থায় বিমানটি বিকট শব্দ করতে থাকে। এভাবে দুইবার চেষ্টা করেও উড্ডয়নে ব্যর্থ হয় বিমানটি।

chardike-ad

ইউএস-বাংলার সৈয়দপুর স্টেশন ইনচার্জ জাকির হোসেন বিমানটির যান্ত্রিক ত্র“টির কথা স্বীকার করেন। তিনি মোবাইলে জানান, টেকনিক্যাল ত্রুটি দেখা দিয়েছিল, যা শনাক্ত করা সম্ভব হয়েছে।

এদিকে বিমানবন্দরের একটি সূত্র জানায়, বিমান অ্যাপ্রোচের জন্য যে পাওয়ার প্রয়োজন, তা পাচ্ছিল না বিমানটি। ফলে দু’বার উড্ডয়নে ব্যর্থ হয়।
ঢাকা থেকে প্রকৌশলীরা এসে বিমানের ওই ত্রুটি খতিয়ে দেখবেন। এরই মধ্যে ২০ জন যাত্রী অন্য ফ্লাইটে ঢাকার উদ্দেশে চলে গেছেন।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক মো. শাহীন আহমেদ জানান, যান্ত্রিক ত্রুটি মেরামতের পর বিমানটি উড্ডয়নের অনুমতি দেয়া হয়। বিকাল ২টা ৪০ মিনিটে বিমানটি ত্রুটি সেরে ঢাকায় ফিরেছে।