korea_tourismমাত্র ১০ মাসেই কোরিয়ায় পর্যটকের সংখ্যা ১ কোটি পার হয়েছে। কোরিয়া সংস্কৃতি ও পর্যটন ইনস্টিটিউট জানিয়েছে অক্টোবর এর শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় বিদেশী পর্যটকদের সংখ্যা দশ মিলিয়ন অতিক্রম করেছে। এই বছরের জানুয়ারী থেকে অক্টোবরের মধ্যে ১০.৩৪ মিলিয়ন পর্যটক কোরিয়া ভ্রমণে আসেন যা গত বছরের তুলনায় ৯.৩% বেশি। গত বছর নভেম্বরের শেষে দক্ষিণ কোরিয়ায় বিদেশী পর্যটক ১০ মিলিয়ন অতিক্রম করেছিল।


কোরিয়া সংস্কৃতি ও পর্যটন ইনস্টিটিউট আরো জানিয়েছে প্রথম ১০ মাসে দক্ষিণ কোরিয়ায় চীনা পর্যটক এর সংখ্যা ছিল ৩.৭৭ মিলিয়ন যা মোট পর্যটক এর ৩৬.৫ শতাংশ। ঠিক একই সময়ে জাপানি পর্যটকদের সংখ্যা ছিল ২২.৩ শতাংশ অর্থাৎ এই সময়ে ২.৩১ মিলিয়ন জাপানিজ কোরিয়া ভ্রমণ করেছেন।

chardike-ad

কোরিয়া ট্যুরিজম অর্গনাইজেশন (KTO) চলতি বছরে ১২.৫ মিলিয়ন পর্যটকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল যা গত বছরের তুলনায় ১৩% বেশী। এই লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা করছে কোরিয়ার সরকারী এই সংস্থাটি।