Search
Close this search box.
Search
Close this search box.

jerujalemইসরায়েলের রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের কার্যক্রম শুরুর পর সেখানে আজান দেয়া নিষিদ্ধ করেছে ইসরায়েল। সোমবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস উদ্বোধন অনুষ্ঠানের সময় এ ঘোষণা দেয়া হয়েছে।

জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ আহমেদ হুসেইন এই ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই বর্ণবাদী সিদ্ধান্ত খুবই বিপজ্জনক। এবং সব ধরনের ধর্মীয় ও আন্তর্জাতিক আইন এবং ধর্মপালনের স্বাধীনতার সকল রীতি-নীতি লঙ্ঘন করেছে।’

chardike-ad

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিবাদে ইসরায়েলের সীমান্তে বিক্ষোভ ডেকেছিল ফিলিস্তিনিরা। লাখো মানুষের সেই বিক্ষোভে নিয়ন্ত্রণের কারণ দেখিয়ে ইসরায়েলি বাহিনি গুলি ও গোলা-বারুদের আগুন ছুড়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫২ জন।

টাইমস অফ ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে এখন পর্যন্ত ৫২ জন নিহত এবং ১২ হাজার জন আহতের খবর নিশ্চিত হওয়া গেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর, টাইমস অফ ইসরায়েল