Search
Close this search box.
Search
Close this search box.

mohamed salahলিওনেল মেসি আর রোনালদো ফুটবলবিশ্বে এই তারকাই মাতিয়ে আসছিল। কিন্তু সম্প্রতি তাদের ছাপিয়ে যাচ্ছেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। লিভারপুলের এ তারকাই এখন ছড়ি ঘুরাচ্ছেন। খেলার পাশাপাশি জীবনযাপন পদ্ধতিতে মুগ্ধ ভক্ত-সমর্থকরা। ফলে দ্রুত জনপ্রিয়তার শিখরে পৌছে গেছেন তিনি। তার একটি গোলের দাম দাড়িয়েছে ১১৮৯০৩৪০০০০ টাকা!

হ্যাঁ, সত্যিই শুনেছেন। ভোডাফোন নামে একটি মোবাইল কোম্পানি তার এক একটি গোলের জন্য কাড়ি কাড়ি টাকা ঢালতেও রাজি। সালাহ একটি গোল করলেই গ্রাহকদের ১১ মিনিট ফ্রি কথা বলার অফার দিয়েছেন।

chardike-ad

প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৪৩ মিলিয়ন। সেই হিসেবে ১১ মিনিট করে কথা বললে তাদের খরচ হবে ১৪০ মিলিয়ন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় এক হাজার এক শ’ ৯০ কোটি টাকা। গত মার্চ থেকেই প্রতিষ্ঠানটি গ্রাহকদের এ সেবা দিয়ে আসছে।

চলতি মৌসুমে এ পর্যন্ত ৪৩টি গোল করেছেন সালাহ। তাহলে ওই প্রতিষ্ঠানটির কত অর্থ খরচ হয়েছে, তা হিসেব করলে হয়ত চোখ কপালে উঠবে। তবে যাই হোক, এই মিসরীয় তারকা যে মেসি-রোনালদোদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন তা হয়ত বলার অপেক্ষা রাখে না।