রোববার সারাদেশে এসএসসির ফল প্রকাশের পর দু’দিনে পঞ্চগড়, রংপুর, যশোর, শরীয়তপুর ঠাকুরগাঁও ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় সব মিলে ২৭ জন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। বাকি ২১ জন শিক্ষার্থী এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর গুলপাড়া গ্রামের সিরাজুলের ইসলামের ছেলে ফারাজুল ইসলাম, পাবনার ফরিদপুর উপজলার সানাহারা গ্রামের শাহজাহানের মেয়ে শিমা খাতুন, রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আজাহারুল ইসলামের মেয়ে রোকেয়া, যশোরের ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর (খালপাড়া) গ্রামের ভ্যানচালক জামালউদ্দিনের মেয়ে শান্তা ইসলাম, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়নের প্রধানপাড়া এলাকার ধিরেন্দ্রনাথের মেয়ে বিথী রাণা ও শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের বাহেরচর গ্রামের আনিছ হাওলাদারের মেয়ে নাসরিন।
সূত্র- জাগো নিউজ