মাত্র নয় মিনিট। সাজানো গোছানো শহরটি ভেসে গেল জলের তোড়ে। খড়কুটোর মত ভেসে গেল বড় বড় দোকান, এমনকি মানুষও। মাত্র নয় মিনিটেই তুমুল বৃষ্টিতে ভাসল তুরুস্কের রাজধানী আঙ্কারা।
দেশটির আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল বৃষ্টির। সতর্কবার্তায় বলা হয়, তিন থেকে চার ঘণ্টা ধরে চলবে বৃষ্টি। সেই সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আকাশ কালো করে বৃষ্টি নামল ঠিকই। কিন্তু তিন ঘণ্টার বদলে বৃষ্টি হল মাত্র নয় মিনিট। আর বানের পানিতে তছনছ হয়ে গেল গোটা শহর।
আঙ্কারা প্রশাসন জানিয়েছে প্রায় ১৬০টি গাড়ি বানের পানিতে ভেসে গেছে। সেই সঙ্গে ভেঙে পড়েছে বড় বড় দোকানও। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বহু মানুষকে উঁচু নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তবে, এখনও হতাহতের কোনও সঠিক খবর পাওয়া যায়নি।
অর্থসূচক এর সৌজন্যে