Search
Close this search box.
Search
Close this search box.
যশোর এসোসিয়েশন ইন কোরিয়া’র নেতৃবৃন্দ

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত যশোর প্রবাসীদের সংগঠন যশোর এসোসিয়েশন ইন সাউথ কোরিয়া’র উদ্যোগে এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। সিউলের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় কোরিয়াস্থ নেতৃবৃন্দ যশোর প্রবাসীরা একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। পাশপাশি বাংলাদেশের যেকোন দুর্যোগসহ সকল কোরিয়া প্রবাসীদের কল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করার কথা ব্যক্ত করেন।

যশোর এসোসিয়েশন ইন সাউথ কোরিয়া’র সভাপতি রাকিব হাসান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি শাহীন আলম।  সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিকের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিল উদ্দীন,  বিসিকের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার কামাল, চিটাগাং এসোসিয়েশন এর সভাপতি মেক্সিম চৌধুরী, ইসো’র সভাপতি মোঃ আয়্যুব আলী মন্ডল।

chardike-ad
যশোর এসোসিয়েশন ইন কোরিয়া’র সভাপতি ও সাধারণ সম্পাদক

আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। সেই সাথে সংগঠনের সকল কার্যক্রমে তাদের সহযোগীতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর এসোসিয়েশন ইন সাউথ কোরিয়া’র সহ সভাপতি মীর হান্নান, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন,  সহ-সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন,  সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ ইমদাদুল হক, আল-হেলাল, আল-আমিন প্রমুখ।

বিজ্ঞপ্তি/ মোঃ মেহেদী হাসান