Search
Close this search box.
Search
Close this search box.

ssc-resultএসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। পরীক্ষার ফল মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়াও শিক্ষাবোর্ডের ওয়েবসাইট– থেকে জানা যাবে ফলাফল।

যে ওয়েবসাইটে পাওয়া যাবে ফলাফল : www.educationboardresults.gov.bd, ও সকল শিক্ষাবোর্ডের ওয়েবসাইট–এ পাওয়া যাবে। এর মধ্যে ফল প্রকাশের পরপরই (দুপুর ১টা থেকে) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফলাফল (বিষয় ভিত্তিক নম্বরসহ) পাওয়া যাবে।

chardike-ad

কিন্তু এই দিনে এসব সাইটে এত চাপ থাকে যে সাইট লোডই হতে পারে না। ফলাফল দেখতেও অনেক বিলম্বিত হয়। সে ক্ষেত্রে নিচের লিংক গুলো চেষ্টা করতে পারেন।

http://103.230.107.233/
http://eboardresults.com/app/stud/