Search
Close this search box.
Search
Close this search box.

amirat-lotteryসংযুক্ত আরব আমিরাতের আবুধাবি র‌্যাফল ড্রতে ২৩ লাখ টাকার লটারি জিতেছেন বাংলাদেশি এক প্রবাসী। বৃহস্পতিবার আবুধাবি র‌্যাফল ড্র’র ফল প্রকাশ করা হয়। এতে ওই বাংলাদেশি ছাড়াও আরো ছয় প্রবাসী লটারি জিতেছেন।

লটারি জয়ী বাংলাদেশি ওই প্রবাসীর নাম মোহাম্মদ মিজানুর রহমান হাসমত উল্লাহ। তিনি এক লাখ আমিরাতি দিরহাম (বাংলাদেশি ২৩ লাখ ৭ হাজার ২৮৯ টাকা) জিতেছেন। মিজানুর রহমান ছাড়াও ভারতীয় ছয় ও মরক্কোর এক নাগরিক আবুধাবির বিগ টিকেট মিলিওনেয়ার র‌্যাফল ড্রতে বিজয়ী হয়েছেন।

chardike-ad

সূত্র: খালিজ টাইমস।