কলকাতা ও মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জেট এয়ারওয়েজের দুটি ফ্লাইট ঝড়ের কবলে পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট সময়ের অনেক পর অবতরণ করে। বিমান দুটি বাড়তি সময় আকাশে উড়তে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটেনি।
বিমানবন্দরে ফ্লাইট ইনকোয়ারি বিভাগের জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানান, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতা থেকে জেট এয়ারওয়েজের ৯ ডব্লিউ-২৭৪ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টা ৫মিনিটের পরিবর্তে ৯টা ৩৪ মিনিটে এবং একই এয়ারওয়েজের মুম্বাই থেকে আসা অপর ফ্লাইট ৯ডব্লিউ-২৭৬ ১১টা ১৫ মিনিটের পরিবর্তে ১২টা ১৮ মিনিটে অবতরণ করে। তবে অবতরণের সময় অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটেনি। বিমান থেকে যাত্রীরা নিরাপদেই নামেন।’
বিমানবন্দর থেকে জানা গেছে, রোববার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর সোয়া ৬টা থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত (২ ঘণ্টা) ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। ফলে আন্তর্জাতিক রুটের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইটও দেরিতে অবতরণ করে।
জেট এয়ারওয়েজের কলকাতা থেকে আসা যাত্রী আশরাফুল ইসলাম রানা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘রোববার সকাল ৭টা ২০ মিনিটে কলকাতা থেকে রওনা দেওয়া জেট এয়ার ৩০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা থাকলেও পারেনি। বিমানটি ঝড়ের কবলে পড়ে ব্যাপক ধাক্কা এবং দোলুনিতে ঢাকা থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থান নেয়। দীর্ঘ ২ ঘণ্টা ১০ মিনিট ঝড়ের কারণে আকাশে অবস্থান নেওয়ায় জ্বালানি সঙ্কটে পড়ে বিমানটি। যাত্রীদের হাহাকার এবং উৎকণ্ঠার ভেতর দিয়ে অবশেষে ঝড়ের ভেতরই ইমার্জেন্সি ঢাকাতে অবতরণ করতে হয়েছে।’