হাসিমুখে চরম সুরক্ষিত বেসামরিকিকরণ এলাকায় প্রায় সাত দশক পরে বৈঠক করলেন দুই কোরিয়ার নেতা। শুক্রবার সকালে ঐতিহাসিক এই মুহূর্তে রসিকতা করতে ছাড়লেন না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়েকে তিনি বললেন, ‘এতো দিন ক্ষেপণাস্ত্রের শব্দে আপনার সকালের ঘুম ভাঙানোর জন্য দুঃখিত।’
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, মুন জায়ের সঙ্গে বৈঠকে কিম বলেছেন, তিনি সংঘাতের ইতিহাস শেষ করার জন্যে এসেছেন। তিনি বলেন, ‘আমরা আজ একটি লাইন শুরু করতে যাচ্ছি, যেখানে শান্তি, সমৃদ্ধি ও আন্তঃকোরীয় সম্পর্কের নতুন ইতিহাস লেখা হবে।’
মুন জায়ের সঙ্গে রসিকতা করে তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে আপনার ভোররাতের ঘুম ভাঙানোর জন্য আমি দুঃখিত।’ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি ভবন ব্লু হাউজে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এসময় তিনি মুনকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণও জানান।
দুই নেতা বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা করেন। এসময় তারা কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করেন। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের অবসানের পর উনই প্রথম উত্তর কোরিয়ার শীর্ষ নেতা যিনি প্রথমবারের মতো দক্ষিণের মাটিতে পা রাখলেন।