Search
Close this search box.
Search
Close this search box.

সিউল, ২৯ নভেম্বর ২০১৩:

বিতর্কিত আকাশসীমায় মহড়া দিয়েছে বেশ কয়েকটি চীনা যুদ্ধবিমান। জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যুদ্ধ ও বোমারু বিমান পাঠানোর পর ওই এলাকায় এবার বিমান পাঠালো চীন।

chardike-ad

image_56843_0তবে চীনের সেনা সদর বলছে নিয়মিত মহড়ার অংশ হিসেবেই সেখানে যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। চীনা বিমান বাহিনীর মুখপাত্র শেন জিনকে বলেন, “প্রতিরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সীমারেখায় নিয়মিত মহড়ার অংশ হিসেবেই সেখানে বিমান পাঠানো হয়েছে।”

বিতর্কিত সমুদ্রসীমা নিয়ে চীন এবং জাপানের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। পূর্ব চীন সাগরের একটি দ্বীপ যা চীনে দিয়াওইউ এবং জাপানে সেনকাকু নামে পরিচিত। দ্বীপটি বর্তমানে জাপানের অধীনে রয়েছে।

গত সপ্তাহে ওই অঞ্চলের আকাশ সীমায় কড়াকড়ি আরোপ করে চীন। বেইজিং জানায়, ওই এলাকার আকাশসীমা ব্যবহার করতে চাইলে চীনা কর্তৃপক্ষের অনুমতি লাগবে। সূত্র: নতুনবার্তা/আলজাজিরা।