Search
Close this search box.
Search
Close this search box.

saudi-armyচার দিনে প্রায় ১০ লাখ বিদেশিকে গ্রেফতার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। গত ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত এদের গ্রেফতার করা হয়। বুধবার সৌদি সংবাদমাধ্যম ওকাজ-এর বরাত দিয়ে মিডলইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ সময়ের মধ্য নয় লাখ ৯৪ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৫৮ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকিদের মধ্যে ৩৯ শতাংশ ইথিওপিয়া এবং বাকি তিন শতাংশ অন্যান্য দেশের।

chardike-ad

এর আগে ২০১৭ সালের নভেম্বরে ভিসার শর্ত ভঙ্গের দায়ে ২৪ হাজার বিদেশিকে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ। তিন দিন ধরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর বেশিরভাগকেই মক্কা নগরী থেকে পাকড়াও করা হয়।

২০১৩ সালেও এমন এক অভিযান চালিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। এতে ২৫ লাখেরও বেশি অবৈধ অভিবাসী দেশটি ছেড়ে যেতে বাধ্য হন।

সূত্র: মিডলইস্ট মনিটর, সৌদি গেজেট
সৌজন্যে: বাংলা ট্রিবিউন